দৈনিক দেশেরপত্রের গাজীপুর জেলা ব্যুরো অফিসে মুক্তিযোদ্ধাদের নিয়ে অনুষ্ঠিত হয় ‘ধর্মব্যবসা ও ধর্ম নিয়ে অপরাজনীতির ইতিবৃত্ত’ শীর্ষক প্রমাণ্যচিত্র ও আলোচনা সভা। অনুষ্ঠানে ধর্ম নিয়ে যারা ব্যবসা করে এবং ধর্ম নিয়ে যারা অপরাজনীতি করে তাদের বিরুদ্ধে রুখে দাড়ানোর কথা বলা হয়। এবং ১৬ কোটি মানুষ ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে ধর্ম ব্যবসা ও ধর্ম নিয়ে অপরাজনীতির বিরুদ্ধে জন সচেতনা সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আঃ হাতেম আলী, সাবেক জেলা কমান্ডার ও সভাপতি, ঘাতক র্নিমূল কমিটি, গাজীপুর জেলা; বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ, সভাপতি, সেক্টর কমান্ডার ফোরাম; বীর মুক্তিযোদ্ধা শহর আলী, সাধারণ সম্পাদক, সেক্টর কমান্ডার ফোরাম; বীর মুক্তিযোদ্ধা অনন্ত রায়, সাংস্কৃতিক সম্পাদক, মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন; বীর মুক্তিযোদ্ধা আঃ হাকীম মেম্বার, কবি আবু নাসির খান তপন। এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক দেশেরপত্রের নির্বাহী সম্পাদক মোঃ শফিকুল আলম উখবাহ, ঢাকা অঞ্চলের ব্যুরো প্রধান মোঃ মাহ্বুব আলম, কুমিল্লা ব্যুরো প্রধান মিজাব উদ্দিন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দেশেরপত্রের বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুল্লাহ্ এবং সার্বিক পরিচালনায় ছিলেন বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পর ‘ধর্মব্যবসা এবং ধর্ম নিয়ে অপরাজনীতি ইতিবৃত্ত’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানের মূল বক্তব্য উপস্থাপন করেন দেশেরপত্রের নির্বাহী সম্পাদক মোঃ শফিকুল আলম উখবাহ। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “দৈনিক দেশেরপত্রের কর্মীগণ নিরলসভাবে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। একাত্তর সালে বঙ্গবন্ধু জেভাবে বলেছিলেন তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে ঝাপিয়ে পর, আমাদের এমাম এমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীও আমাদের বলেছেন, আমাদের সব কিছু নিয়ে ঝাপিয়ে পড়তে। তার আদর্শে উজ্জীবিত হয়েই আমরা মানবতার কল্যাণে আমাদের সর্বস্ব বিলিয়ে দিয়েছি।” শফিকুল আলম উখবাহ বলেন, “এই বাংলার মাটি থেকে ধর্মব্যবসায়ীদের সমূলে উৎখাত করতে হবে। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ধর্মব্যবসায়ীদের মুেখাশ খুলে দেই, যারা মানবতার কল্যাণে প্রেরিত ধর্মকে নিজেদের রুটি-রুজির মাধ্যম বানিয়ে নিয়েছে।” অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় মুক্তিযোদ্ধারা দৈনিক দেশেরপত্রের এই অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।