১.
মো: মজিবুল হক
মন্ত্রী, রেলপথ মন্ত্রণালয়
মন্তব্য: দৈনিক দেশেরপত্র পত্রিকাটি স্বাধীনতার পক্ষে, শান্তির পক্ষে, ন্যায় ও সত্যের পক্ষে এবং মানবতার পক্ষে। পত্রিকার সাথে সম্পৃক্ত মালিক, সম্পাদক, সাংবাদিক এবং সকল কর্মকর্তা ও কর্মচারী সকলেই ধর্মব্যবসায়ী, জঙ্গি ও মৌলবাদীদেরকে প্রতিহত করার জন্য অনবরত গুরুত্বপূর্ণ ও বিপ্লবী ভূমিকা পালন করে যাচ্ছেন বিধায় তাঁহারা সকলেই প্রশংসার দাবিদার।
২.
এনএএম জসিম উদ্দিন,
রেল মন্ত্রীর একান্ত সচিব
মন্তব্য: এই অনুষ্ঠানে খুব ফলপ্রসু আলোচনা হয়েছে।
৩.
মো: নজরুল ইসলাম,
নৌ পরিবহন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা
মন্তব্য: ধর্মব্যবসা ও জঙ্গিবাদ নির্মূলে সহায়ক ভূমিকা পালন করার জন্য দেশেরপত্রকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
৪.
খালেকুজ্জামান,
সাধারণ সম্পাদক,
মোহাম্মদপুর থানা বাস্তুহারা সমিতি
মন্তব্য: দেশেরপত্রের আলোচনা সভায় উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত গর্বিত, সর্বত্রই আপনাদের সাথে থাকবো।
৫.
সৈয়দা রুবিনা আক্তার মিরা
মন্তব্য: দৈনিক দেশেরপত্র যে ডকুমেন্টারি তৈরি করছে তা আসলে সময়ের প্রয়োজনে প্রয়োজনীয়। দেশের বর্তমান দুরবস্থায় জঙ্গিবাদ ও ধর্মব্যবসা সমূলে উৎপাটনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
৬.
এড. আবুল কালাম আযাদ,
উপদেষ্টা,
বিশ্ব শান্তিসংঘ
মন্তব্য: আজকের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানকে আমি স্বাগত জানাচ্ছি। ধর্ম ব্যবসায়ী এবং জঙ্গিবাদীরা দেশের মানুষকে হত্যা করছে এবং দেশের সম্পদকে ধ্বংস করছে, সংখ্যালগুদেরকে হত্যা করছে, বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছে। এটা সত্যিই অপরাধজনক কাজ এবং পাপের কাজ। এই ধরণের অপরাধমূলক কাজ বন্ধ করা হলে দেশের মানুষ শান্তিতে থাকবে এবং দেশ ও জাতি উন্নতির দিকে অগ্রসর হবে।
৭.
আহসান হাবিব
মন্তব্য: ধর্ম, দেশ, রাজনীতি, ইতিহাস, সরকার, শাসন এবং দেশেরপত্র সবকিছু রিসার্স করা উচিৎ।
৮.
আজিজুর রহমান,
৫ নং ওয়ার্ড আলীগ সভাপতি,
জিনজিরা ইউপি
মন্তব্য: ধর্মব্যবসায়ীদের চিরতরে শেষ করার জন্য সরকারের বিশেষ ব্যবস্থা নেওয়া উচিৎ। সেই সাথে দেশেরপত্রকে বিশেষরকমে সাহায্য করা দরকার।
৯.
মো: আবদুল কাদের,
ধামরাই প্রতিনিধি,
দৈনিক নিউজ
মন্তব্য: এই রকম একটি অনুষ্ঠানে এসে নিজেকে ধন্য মনে হচ্ছে। মনে হচ্ছে পৃথিবীতে আজও মহাসত্যের পথযাত্রী ও অনুসারী আছেন।
১০.
হারুন অর রশিদ
মন্তব্য: বর্তমানে সমাজ থেকে ধর্মব্যবসা উৎখাত করা দরকার। আর এই উৎখাতের মাধ্যমে সমাজে শান্তি ফিরে আসবে।
১১.
গাজী তুষার আহমেদ
মন্তব্য: জঙ্গিবাদ নির্মূলের এই প্রয়াসকে স্বাগত জানাই। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে অবশ্য দেশেরপত্রকে ধন্যবাদ জানাই। ধর্মব্যবসায়ীদের ঘৃণা করি, প্রতিরোধ করি।