হেযবুত তওহীদ

মানবতার কল্যাণে নিবেদিত

‘এ সময়ে নারী’ অনুষ্ঠানে মুখোমুখী আয়েশা সিদ্দিকা ও আদিবা ইসলাম!

আদিবা ইসলাম

নারী-পুরুষ সমঅধিকার বলা হলেও বাংলাদেশে অনেক ক্ষেত্রেই এর বৈষম্য পরিলক্ষিত হয়। নারী নির্যাতন, ইভটিজিং, ধর্ষণ ও নারীর প্রতি সহিংস আচরণ এখন ভয়াবহ আকার ধারণ করেছে। নারী স্বাধীনতার ব্যাপারেও বিভিন্ন প্রশ্ন উঠে আসছে। কয়েকমাস আগে ইরানের মাহশা আমিনির মৃত্যুতে আমরা দেখেছি কিভাবে ইরানের জনগণের তীব্র প্রতিবাদে ফেটে পড়েছে। নারী স্বাধীনতার সীমাবদ্ধতা, নারীর নিরাপত্তা, ইসলামের আলোকে নারীর অধিকার ও সমাজে নারীদের প্রতি বিদ্বেষমূলক আচরণের উগ্ররূপ আমরা দেখেছি। তাই নারীর প্রতি বৈষ্যমের এই কারণ ও সমাধানের পথ তুলে ধরতে আয়োজন করা হয়েছে ‘এ সময়ে নারী’ অনুষ্ঠান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়েশা সিদ্দিকা, সংগঠক নারী বিভাগ হেযবুত তওহীদ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেছেন আদিবা ইসলাম, সদস্য, সাহিত্য ও গবেষণা বিভাগ, হেযবুত তওহীদ।
.
নারী সংগঠক আয়েশা সিদ্দিকা তার বক্তব্যে বলেন, নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ রুখতে, সমাজে নারীর অবস্থান দৃঢ় করতে প্রকৃত ইসলামের শিক্ষার কোন বিকল্প নেই। বিকৃত ইসলামের ভুল ব্যাখা ও ফতোয়াবাজী নারীকে গৃহবন্দী করেছে, বাড়াবাড়ির ইসলাম চাপিয়ে দিয়ে নারীর মেধা, জ্ঞান, যোগ্যতাকে স্তিমিত করে দেওয়া হয়েছে। এখন এই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য নারীদেরকে আবারও মুসলিম নারীদের গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে হবে। প্রকৃত ইসলামে নারীদের কতটুকু অধিকার দেওয়া হয়েছে, কী স্বাধীনতা দেওয়া হয়েছে তা সম্পর্কে জেনে নারীদের দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার জন্য বের হয়ে আসতে হবে। দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে।

সার্চ করুন

যুক্ত হোন আমাদের ফেসবুক পেজের সাথে...