হেযবুত তওহীদ

মানবতার কল্যাণে নিবেদিত

শাশ্বত সত্য

হুমায়ূন কবির:
সত্য শাশ্বত, সুন্দর এবং চিরকাক্সিক্ষত বিষয়। সত্যের আগমনে মিথ্যা পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হয়। সত্যের সাথে মিথ্যার দ্বন্দ্ব, ন্যায়ের সাথে অন্যায়ের সংঘাত, ভালোর সাথে মন্দের যুদ্ধ মানবজাতির প্রকৃত অতীত। আজ সত্যকে মিথ্যা থেকে আলাদা করে চেনা বড়ই কষ্টকর। কিন্তু মিথ্যা দিয়ে শান্তি আসতে পারে না। তাই মানবজাতির অস্তিত্বের এই সংকটকালে প্রয়োজন হয়ে পড়েছে সত্যকে আরও একবার নতুন করে চিনে নেওয়া। যাবতীয় সত্যের উৎস সৃষ্টিকর্র্তা আল্লাহ। পার্থিব জীবনে যত ভালো কিছু তা সবই আল্লাহর দান, আর নবী-রসুল, অবতার ও মহামানবরা আল্লাহর পক্ষ থেকে আগত। আল্লাহ যুগে যুগে তাঁদের পাঠিয়েছেন মানবজাতির শান্তির জন্য। যখনই মানুষ তাঁদের দেখানো পথকে সাদরে গ্রহণ করে নিয়েছে তারা শান্তি খুঁজে পেয়েছে। সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই আজও যদি মানবজাতি তাদের এই মিথ্যার চরম রূপ অর্থাৎ অশান্তি থেকে মুক্তি পেতে চায় তাহলে সেই মহামানবদের ডাকে সাড়া না দিয়ে উপায় নেই।
মহাসত্য এই যে, মানবজাতির এই ক্রান্তিলগ্নে যখন জীবনের প্রতিটি অঙ্গনে মিথ্যার সকল সীমা ছাড়িয়ে গেছে, পৃথিবীর চারিদিক থেকে আর্তমানুষের হাহাকার উঠছে শান্তি চাই, শান্তি চাই, তখন অশান্তির এই চরম অবস্থায় মানবজাতি একের পর এক জীবনব্যবস্থা পরিবর্র্তন করতে করতে যখন হতাশ, তখন আমরা বলছি আল্লাহ ও তাঁর রসুলের দেওয়া জীবনব্যবস্থা তথা প্রকৃত ইসলাম গ্রহণ করা ছাড়া বাঁচার আর কোনো পথ নেই।

সার্চ করুন

যুক্ত হোন আমাদের ফেসবুক পেজের সাথে...